‘আমরাই এগিয়ে আছি’ : আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের পেসার মুজারাবানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচের গতিপ্রকৃতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক। তাঁর মতে, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশের দরকার ২৭০ থেকে ২৮০ রানের মতো লিড। এদিন বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে, যদিও এগিয়ে আছে মাত্র ১১২ রানে। এই অবস্থায় আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে শিবির। পেসার ব্লেসিং মুজারাবানি মনে করেন, এখনো জিম্বাবুয়েই ম্যাচে এগিয়ে আছে।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মুজারাবানি। পরবর্তী দিনের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে ২০০ রানের মধ্যে থামানো। একটার পর একটা উইকেট নিতে হবে—এই ভাবনাটা ধরে রেখে খেলতে হবে। এটা সহজ হবে না, কিন্তু আমরা শৃঙ্খলা মেনে বোলিং করতে চাই।”
মুজারাবানির ভাষ্যে, “আজকের দিনটা কঠিন ছিল আমাদের জন্য, তারপরও আমরা ৩টি উইকেট নিতে পেরেছি। খেলায় আমরা ভালোভাবেই আছি। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা—দিনের পর দিন খেলে যেতে হয়। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের ওপর বিশ্বাস আছে যে আমরাই এগিয়ে আছি। কালকের দিনটা অনেক কিছু নির্ধারণ করবে।”
এই সফরে বল হাতে বেশ উজ্জ্বল মুজারাবানি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিনি একই সংখ্যক উইকেট তুলে নিয়েছেন। শর্ট বল দিয়ে বাংলাদেশি ব্যাটারদের ভোগাতে পারার কারণ জানিয়ে বলেন, “শর্ট বল আমার প্রধান অস্ত্র। ব্যাটারদের শরীর বরাবর বল করতে পছন্দ করি। বাংলাদেশি ব্যাটাররা এ জায়গায় কিছুটা দুর্বল, এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি।”
মুজারাবানি আরও বলেন, “জিম্বাবুয়ের মতো দলের টেস্ট খেলাটা সহজ নয়। আমাদের আরও সুযোগ দরকার, নিয়মিত টেস্ট খেললে আমরা উন্নতি করতে পারব। যদি ধারাবাহিকভাবে ভালো খেলি, আশা করি আইসিসি আমাদের আরও ম্যাচ দেবে। সামনে যে টেস্টগুলো আছে, সেগুলোর জন্যও আমরা প্রস্তুত।”
সিলেট টেস্টে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চললেও জিম্বাবুয়ে শিবিরের আত্মবিশ্বাস যে তুঙ্গে, তা স্পষ্ট মুজারাবানির কণ্ঠেই।



