ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানের নিচে অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত
শেষবার ২০০১ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ দুই যুগ পর সেই ইতিহাস আবারও ফিরে এলো সিলেটে। ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত প্রদর্শনীতে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৯১ রানে।
দিনের শুরু থেকেই ব্যাটিংয়ে ধরা পড়ে ছিল অনিশ্চয়তা। দলীয় ৩১ ও ৩২ রানে পরপর দুই ওপেনার—সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়—উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিয়াগুচির বলে। এরপর দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের ৬৬ রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় ৯৮ রানে।
লাঞ্চের পর শান্তকে পয়েন্টে ক্যাচে পরিণত করেন ব্লেসিং মুজারাবানি। করেন ৪০ রান। এরপর মুশফিকুর রহিম ফিরেন ওয়েলিংটন মাসাকাদজার সহজ এক ডেলিভারিতে। মুমিনুল হক তুলে নেন ফিফটি, তবে থামেন ৫৬ রানে।
দলীয় ১২৩ রান থেকে শুরু হয় ধস। পরবর্তী ১৪ রানের মধ্যেই পড়ে আরও ৩ উইকেট। ১৪৬ রানে ফেরেন তাইজুল, মিরাজ ফিরেছেন মাত্র ১ রানে।
শেষদিকে স্কোর একটু সম্মানজনক করেন হাসান মাহমুদ ও জাকের আলী অনিক। ৮ম উইকেটে তারা করেন ৪১ রান। কিন্তু ১৯ রানে হাসান ও পরে জাকের (১৯১ রানে) এবং নাহিদ রানাকে চার বলের ব্যবধানে ফিরিয়ে বাংলাদেশ ইনিংস গুটিয়ে দেন ওয়েসলি মাধেভেরে।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও মাসাকাদজা নিয়েছেন ৩টি করে উইকেট। নিয়াগুচি ও মাধেভেরে ভাগ করে নেন ২টি করে। দুই দশক পর রোডেশিয়ানদের সামনে আবারও লজ্জাজনক সূচনা করল টাইগাররা।



