Logo
Logo
×

খেলা

পিএসএলে নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:২৫ এএম

পিএসএলে নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার

ছবি : সংগৃহীত

এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভারত-পাকিস্তানের  দ্বন্দ্ব দেখা গেল। প্রায় একই সময়ে এবার মাঠে গড়াতে যাচ্ছে দুটি ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল ও পিএসএল। যার ফলে দুটির একটিকে বেছে নিতে হচ্ছে ক্রিকেটারদের। আর তা করতে গিয়েই এবার শাস্তি পেতে হয়েছে প্রোটিয়া পেসার করবিন বশকে। 

আজ শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল বশের। এই প্রোটিয়ার পেসারকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে আইপিএলের আগমুহূর্তে বদলি পেসার হিসেবে তাকে দলে ডাকে মুম্বাই ইন্ডিয়ান্স। পিএসএলকে না বলে দিয়ে আইপিএলকে বেছে নেন বশ। যা পিএসএলের নিয়মের বাইরে।

এই নিয়ম ভাঙায়  প্রোটিয়া এই পেস-অলরাউন্ডারকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করেছে পিসিবি। কেবল নিষেধাজ্ঞাই নয়, বশকে আর্থিক জরিমানাও করেছে পিএসএল কর্তৃপক্ষ। তবে জরিমানার অঙ্কটা প্রকাশ করেনি তারা।


আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন