Logo
Logo
×

খেলা

আইপিএল ২০২৫

জিততেই যেন ভুলে গেছে চেন্নাই সুপার কিংস!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৩৮ এএম

জিততেই যেন ভুলে গেছে চেন্নাই সুপার কিংস!

ছবি : সংগৃহীত

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস যেন জয়ের ছন্দই ভুলে গেছে। চলতি আসরে টানা চতুর্থবারের মতো হেরে গেল মাহেন্দ্র সিং ধোনির দলকে। সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৮ রানে পরাজিত হয়েছে তারা। শেষ দিকে ধোনি ঝড় তুললেও জয় এনে দিতে পারেননি।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আয়ার। ইনিংসের শুরুতেই পাঞ্জাবকে এগিয়ে নেন প্রিয়াংশ। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জানান দেন নিজের আগ্রাসনের। যদিও প্রভসিমরন সিং শূন্য রানে ফিরলে কিছুটা চাপ তৈরি হয়। এরপর একে একে ফিরতে থাকেন আয়ার (৯), স্টয়নিস (৪), ওয়াধেরা (৯) এবং ম্যাক্সওয়েল (১)। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাঞ্জাব।

তবে এক প্রান্তে অবিচল ছিলেন প্রিয়াংশ। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে তুলে নেন সেঞ্চুরি। এটি আইপিএলে কোনো ঘরোয়া ক্রিকেটারের দ্রুততম শতরান। ৪২ বলে ১০৩ রান করে নুর আহমেদের বলে বিদায় নেন তিনি। ইনিংসে ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। তার পাশাপাশি অপরাজিত ৫২ রান করেন শশাঙ্ক সিং এবং ৩৪ রান করেন মার্কো জানসেন। ২০ ওভারে ৬ উইকেটে পাঞ্জাব সংগ্রহ করে ২১৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে চেন্নাই। ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান তুলছিলেন নিয়মিত। রাচিন ছিলেন আগ্রাসী ভূমিকায়। তবে ৩৬ রানে স্টাম্পড হয়ে ফিরে যান তিনি। ব্যর্থ হন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও, মাত্র ১ রান করে আউট হন ফার্গুসনের বলে।

এরপর কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন শিবম দুবে। দুজনেই ধীরে ধীরে ম্যাচে ফিরিয়ে আনছিলেন চেন্নাইকে। অর্ধশতরান করেন কনওয়ে। তবে ৪২ রান করে শিবম ফেরার পর চাপ বাড়ে ধোনিদের ওপর। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৭ রান ২৪ বলে।

শেষদিকে মাঠে নামেন ধোনি। ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন। ফার্গুসনের এক ওভারে দুটি ছক্কা এবং অর্শদীপের বলে চার-ছক্কা হাঁকিয়ে কিছুটা আশা জাগান। কিন্তু শেষ ওভারে যশ ঠাকুরের প্রথম বলেই চহলের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। ১২ বলে ২৭ রানের ইনিংস আসে ধোনির ব্যাটে। শেষ পর্যন্ত চেন্নাই থামে ২০১ রানে।

পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের নিচে নেমে গেছে চেন্নাই। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে তারা। উল্লেখ্য, গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে এবার দলে রাখেনি সিএসকে, নিলামেও আগ্রহ দেখায়নি দলটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন