Logo
Logo
×

খেলা

মরক্কোয় রোনালদোর বিলাসবহুল হোটেলে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

মরক্কোয় রোনালদোর বিলাসবহুল হোটেলে আগুন

ফাইল ছবি

সম্প্রতি আরও সংবাদের শিরোনাম হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও কারণটা একেবারে ভিন্ন। এবার রোনালদো শিরোনামে এসেছেন মূলত তার মালিকানাধীন হোটেলে আগুন লাগায়।  

গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানিয়েছে তারা।

এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুন লাগাটির ঘটনাটি খুব বেশি বড় ছিল না। এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।

মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন