
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
হুমকির মুখে ২০২৬ বিশ্বকাপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
-67f377d89fef9.jpg)
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে হুমকির মুখে পড়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় দুটি ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ ও অলিম্পিক। যার পরবর্তী দুই আসরের আয়োজকই যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে খেলাধুলায় স্পনসরদের অর্থের জোগান, ক্রীড়া স্থাপনা ও ব্র্যান্ড এবং ক্রীড়াপণ্য প্রস্তুত ও দামে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে দরপতনের মুখে পড়েছে স্টক মার্কেটে থাকা ক্রীড়াসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন শেয়ার।
গত বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়াসামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডারআর্মারের শেয়ারের ১৮.২৫ শতাংশ দরপতন ঘটেছে, যা নাইকির বেলায় ১৪.৪%, পুমার ১১.৮% এবং অ্যাডিডাসের ১১.৭%। ।
২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর দুই শ-এর বেশি দেশ ও অঞ্চলের অংশগ্রহণে ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। এর আগে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি আরোপ নতুন সংকটে ফেলে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে।