
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:১১ পিএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম

তামিম ইকবাল
গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তামিম ইকবাল, হৃদরোগের জটিলতা কাটিয়ে। সেদিন (শুক্রবার) দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তখন থেকেই সম্ভাবনা ছিল যে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়া হতে পারে।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বিসিবির একজন চিকিৎসক জানান, তামিম বর্তমানে সব দিক থেকে ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়ি ফিরেছেন এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার।
বাড়িতে অবস্থান করে এক সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে। বর্তমান পরিস্থিতিতে জানা গেছে, জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল বেশ ভালো আছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তামিম সিঙ্গাপুরে যাবেন। তবে সঠিক তারিখ এখনও নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে, অচিরেই তামিম চিকিৎসার জন্য বিদেশে রওনা হবেন।