
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
পরাজয়ের পর দর্শকদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পাকিস্তান দলের খুশদিল শাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম

ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের কাছে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ মাঠের বাইরের একটি ঘটনায় বিতর্কে জড়িয়েছেন। শনিবার (৫ এপ্রিল) বে ওভালে ম্যাচ শেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে ক্ষিপ্ত হয়ে এগিয়ে গেলে পরিস্থিতি সামলাতে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়।
পাকিস্তানের পরাজয়ের বিষয়ে কটাক্ষমূলক মন্তব্য করছিলেন কিছু দর্শক। এতে মেজাজ হারিয়ে খুশদিল তাদের দিকে তেড়ে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আফগান বংশোদ্ভূত কিছু দর্শক কুরুচিকর ভাষা ব্যবহারে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। পরে নিরাপত্তারক্ষীরা ওই দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেন।
তৃতীয় ওডিআইতে ৪৩ রানে হেরে পুরো সফরে পাকিস্তান ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ এবং ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি খুশদিল শাহের এই বিতর্ক ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
পিসিবি খুশদিলের আচরণের বিষয়ে কী ব্যবস্থা নেয়, তা এখন দেখার বিষয়। তবে ক্রিকেট মাঠে হারের কষ্ট মাঠের বাইরেও পাকিস্তানি দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।