
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ এএম
রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল আল-নাসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম

ক্রিস্তিয়ানো রোনালদো
হাজার গোলের মাইলফলকের পথে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো নিজের ঝলক দেখালেন আবারও। সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ৯৩১-এ নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা।
শুক্রবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে আল-নাসের প্রথমে এগিয়ে যায় আলি আলহাসানের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৬২ মিনিটে আল-হিলাল একটি গোল ফিরিয়ে আনলেও শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সিআরসেভেন।
এই জয়ের ফলে আল-নাসের দীর্ঘ এক বছর ৮ মাস ও ৭ ম্যাচ পর আল-হিলালকে হারাতে সক্ষম হলো। তবে ৫৪ পয়েন্ট নিয়ে এখনো তারা লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে।
ম্যাচ শেষে রোনালদো বলেন, এই জয়ে দলের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমার গোল করা অবশ্যই ভালো, কিন্তু জয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলকের দোরগোড়ায় রয়েছেন রোনালদো। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যেই মনোযোগ তার।
আমি এসপিএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করি। ব্যক্তিগত রেকর্ডে মনোযোগ দিই না, বলেন রোনালদো।