Logo
Logo
×

খেলা

আতলেতিকোকে বিদায় করল বার্সেলোনা, কোপায় এল ক্লাসিকো ফাইনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম

আতলেতিকোকে বিদায় করল বার্সেলোনা, কোপায় এল ক্লাসিকো ফাইনাল

ছবি : সংগৃহীত

সব প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ায় কেবল কোপা দেল রে-ই ছিল আতলেতিকো মাদ্রিদের সামনে একমাত্র শিরোপা। ফলে ফাইনালে উঠতে যে দলটি চেষ্টার কোনো ত্রুটি রাখবে না, তা আগেই আন্দাজ করেছিলেন অনেকে। তবে চেষ্টা চালালেও ধারহীন ফিনিশিংয়ে সাফল্য পায়নি দিয়েগো সিমিওনের শিষ্যরা। হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

বুধবার রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয় কোপা দেল রের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে লস রোহিব্লাঙ্কোসরা।

২৭তম মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন ফেররান তোরেস। অবশ্য দ্বিতীয়ার্ধে একবার জালে বল পাঠান আতলেতিকোর অলেকসান্দার সোরলথ, কিন্তু অফসাইডের কারণে গোলটি আর গোনায় ধরা হয়নি। ফলে ৫-৪ অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচজুড়ে এদিন বেশ কয়েকবার বার্সেলোনার ওপর প্রবল চাপ সৃষ্টি করলেও একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। তাদের নেওয়া মোট ৬টি শটের পাঁচটি ছিল পোস্টের বাইরে, অন্যটি রক্ষণে কাটা পড়ে। অপরদিকে, বার্সেলোনার ১৪টি শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

গত ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচে শুরুর ৬ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে বসা বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ দিকে দুই গোল করে ম্যাচটি ৪-৪ গোলের সমতায় শেষ করে আতলেতিকো। ফলে ফিরতি এই লেগের ওপরই নির্ভর করছিল সেমিফাইনালের ভাগ্য। তাতে শেষ হাসি ফুটল কাতালান জায়ান্টদের মুখে।

এই জয়ে ২০২৫ সালে অপরাজেয় যাত্রা অব্যাহত রইল বার্সেলোনার। নতুন বছরে ২১টি ম্যাচ খেলে এখনও হারের মুখ দেখেনি দলটি। এর মধ্যে মাত্র দুটি ম্যাচ ড্র করেছে তারা, বাকি সবগুলোতে পেয়েছে জয়ের দেখা।

এছাড়া অবসর থেকে ফেরার পর বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে ১৯ ম্যাচ খেলে ফেলেছেন গোলরক্ষক ভয়চিয়েখ স্টান্সনি, যার ১৭ জিতেছেন এবং দুটি ম্যাচ ড্র হয়। এর মধ্যে ১০ ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছেন এই পোলিশ গোলরক্ষক।

মঙ্গলবার রাতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেও অগ্রগামিতায় ৫-৪ ব্যবধানে জিতে আগেভাগেই ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এবার তাদের সঙ্গী হলো বার্সেলোনা। এর ফলে আরও একটি এল ক্লাসিকো ফাইনাল দেখার সুযোগ মিলল ফুটবল ভক্তদের।

আগামী ২৬ এপ্রিল সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুহা স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

এর আগে চলতি মৌসুমে আরও একটি এল ক্লাসিকো ফাইনাল দেখেছে দর্শক। গত ১২ জানুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা।

তবে কোপা দেল রেতে এই দুই প্রতিপক্ষের মাঝে ফাইনাল ম্যাচ দেখার সৌভাগ্য সচরাচর হয় না। সবশেষ ২০১৪ সালে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাটির ফাইনালে দেখা গিয়েছিল এল ক্লাসিকো। সেবার ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে ১৯তম শিরোপ জেতে রিয়াল। ম্যাচের ৮৫তম মিনিটে গ্যারেথ বেলের সেই সাইডলাইনের বাইরে দিয়ে দেওয়া দৌড় এবং জয়সূচক গোলটি আদায় করে নেওয়ার ঘটনা আজও বার্সার সমর্থকদের হৃদয়ে কাঁটার মতো বিঁধে আছে।

তবে ১১ বছর পর প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে কাতালানদের সামনে। কোপা দেল রের রাজারা (৩১ বারের জয়ী) শেষ পর্যন্ত রিয়ালকে হারিয়ে নিজেদের পুষে রাখা ক্ষতে মলম দিতে পারবে কি না, তা জানতে অপক্ষো করতে হবে ২৬ এপ্রিল পর্যন্ত।

অবশ্য চলতি মৌসুমে বার্সার সামনে রিয়ালের রেকর্ডটি মোটেও সুবিধার নয়। লা লিগা ও সুপার কাপ মিলিয়ে মোট দুবার পরস্পরের মুখোমুখি হয়েছে স্পেনের সবচেয়ে শক্তিধর ক্লাবদুটি। তাতে অভাবনীয় সাফল্য মিলেছে ফ্লিকের শিষ্যদের। লা লিগায় ৪-০ গোলে জয়ের পর সুপার কাপে তারা পায় ৫-২ গোলের জয়ের দেখা। এবার তৃতীয় লড়াইয়ে রিয়ালকে বার্সেলোনা আরও লজ্জায় ডোবায়, নাকি প্রতিশোধ নিয়ে শিরোপা উদযাপন করে রিয়াল—তা-ই দেখার পালা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন