
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদের ফাইনাল জয় নিশ্চিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম

ছবি : সংগৃহীত
সান্তিয়াগো বার্নাব্যুতে এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ রাতে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের স্কোরলাইন ০-১, ১-১, ১-৩ থেকে ৩-৩, ৩-৪ এবং শেষ পর্যন্ত ৪-৪-এ গড়ায়। নির্ধারিত সময় শেষে ১২০ মিনিটেও কোনো দল জিততে না পারলেও, প্রথম লেগে ১-০ গোলে জয়ী হওয়ায় অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে সোসিয়েদাদকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ফাইনালে উঠতে স্বাগতিকদের ড্র-ই যথেষ্ট ছিল, অন্যদিকে সোসিয়েদাদকে প্রয়োজন ছিল দুই গোলের জয়। তবে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।
প্রথমে ১৬তম মিনিটে বারেনেচিয়া গোল করে এগিয়ে নেন সোসিয়েদাদকে। কিন্তু ভিনিসিয়ুসের দুর্দান্ত থ্রু পাস ধরে চিপ শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্ড্রিক। এরপর ৭২ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে ফের পিছিয়ে দেন ডেভিড আলাবা। কিছুক্ষণ পরেই ওয়ারজাবালের জোরালো শট আলাবার পায়ে লেগে জালে জড়ালে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল।
৮২ মিনিটে বেলিংহামের নিখুঁত শট এবং ৮৬ মিনিটে চুয়ামেনির হেড রিয়ালকে সমতায় ফেরায়। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ারজাবালের হেডে ৪-৩ গোলে ফের এগিয়ে যায় সোসিয়েদাদ, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
শেষ পর্যন্ত, ১১৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে জয় নিশ্চিত করেন রুডিগার। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয়ী হয়ে কোপা দেল রের ফাইনালে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।