
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম
এমবাপের জোড়া গোলে রিয়ালের নাটকীয় জয়, টিকে রইলো শিরোপার আশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:০৫ এএম

ছবি : সংগৃহীত
নিজের ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল রিয়াল মাদ্রিদ। ৭৬ মিনিট পর্যন্ত ২-২ সমতায় থাকা ম্যাচে কিলিয়ান এমবাপের জয়সূচক গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে রিয়াল, ধরে রেখেছে লা লিগার শিরোপার সম্ভাবনাও।
পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে থাকা লেগানেস, যারা রেলিগেশনের শঙ্কায় রয়েছে, সেই দলই প্রায় রিয়ালের কাছ থেকে মূল্যবান দুই পয়েন্ট ছিনিয়ে নিচ্ছিল। তবে এমবাপের নৈপুণ্যে রিয়াল জয় নিশ্চিত করে।
ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তবে এক মিনিটের ব্যবধানেই দিয়েগো গার্সিয়া লেগানেসকে সমতায় ফেরান। ৪১তম মিনিটে দানি রাবার দুর্দান্ত শটে লেগানেস লিড নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭তম মিনিটে জুড বেলিংহ্যামের গোলে রিয়াল সমতায় ফেরে।
শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে দারুণ এক শটে নিজের জোড়া গোল পূর্ণ করে রিয়ালকে জয়সূচক গোল এনে দেন এমবাপে। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা জানি, সব সময় আমাদের কাজ জয় ছিনিয়ে নেওয়া। যদিও কিছুক্ষণ খারাপ খেলেছি, তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছি।
এই জয়ের ফলে ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৩, সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শীর্ষে বার্সেলোনা, যাদের একটি ম্যাচ কম খেলেছে। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭।