Logo
Logo
×

খেলা

দরিভালের পর ব্রাজিলের নতুন কোচ কে হবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম

দরিভালের পর ব্রাজিলের নতুন কোচ কে হবেন?

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর ওপর ঘরের মাঠে হার এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের পর কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির গণমাধ্যমগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে গুঞ্জন—দরিভালের বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব কে নিতে পারেন?

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দরিভাল জুনিয়রের অপসারণের সিদ্ধান্ত হয়নি, তবে তার কৌশল, দল নির্বাচন ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে তীব্র সমালোচনা চলছে। যদি তিনি বিদায় নেন, তাহলে ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কয়েকজন হাই-প্রোফাইল কোচ। সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সম্ভাব্য তালিকায় আছেন কার্লো আনচেলত্তি, জর্জ জেসুস, ফিলিপ লুইস, আবেল পেরেইরা, রেনাতো গাউচো এবং পেপ গার্দিওলা।

তালিকার শীর্ষে আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনের কেন্দ্রে আছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ আগেও তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন। আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ একাধিক শিরোপা জিতেছে। তবে তিনি স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আরও কয়েক বছর থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ব্রাজিলের জন্য একটি বড় বাধা হতে পারে।

জর্জ জেসুসও আলোচনায়

পর্তুগিজ কোচ জর্জ জেসুস বর্তমানে সৌদি ক্লাব আল-হিলালের দায়িত্বে আছেন। এর আগে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে সফল সময় কাটিয়েছেন। তিনি নিজেও ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে তার বর্তমান চুক্তি মে মাস পর্যন্ত থাকায় এবং নেইমারের সঙ্গে তার সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে থাকায় তাকে নিয়ে কিছু সংশয় আছে।

ফিলিপ লুইস, রেনাতো গাউচো ও আবেল পেরেইরার সম্ভাবনা

ফিলিপ লুইস ব্রাজিলের ঘরোয়া ফুটবলে নতুন কোচদের মধ্যে অন্যতম সম্ভাবনাময় নাম। সাবেক এই লেফট-ব্যাক বর্তমানে ফ্ল্যামেঙ্গোর কোচ হিসেবে সফলতা পাচ্ছেন। রেনাতো গাউচোও আগের কোচদের আমলে আলোচনায় ছিলেন এবং তার ক্লাব গ্রেমিওর সঙ্গে চলতি মৌসুমের শেষেই চুক্তি শেষ হবে। অন্যদিকে, আবেল পেরেইরা পালমেইরাসের হয়ে একাধিক শিরোপা জিতিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।

গার্দিওলাকে ঘিরে জল্পনা

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন আগেও উঠেছিল পেপ গার্দিওলাকে নিয়ে। যদিও তিনি সেই সম্ভাবনা নাকচ করেছিলেন, তবে পরিস্থিতি বদল হতে পারে। ম্যানচেস্টার সিটির বর্তমান মৌসুম কিছুটা চ্যালেঞ্জিং যাচ্ছে, এবং তার সঙ্গে ক্লাবের চুক্তি থাকলেও ভবিষ্যতে কিছু পরিবর্তন ঘটতে পারে।

ব্রাজিলের নতুন কোচ কে হবেন, সেটি এখনো অনিশ্চিত। তবে দরিভাল জুনিয়রের বিদায়ের পর এই তালিকার কেউ না কেউ সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে। এখন দেখার বিষয়, সিবিএফ কাকে বেছে নেয় এবং ব্রাজিলের ফুটবল ভবিষ্যতের জন্য কোন পথ বেছে নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন