Logo
Logo
×

খেলা

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওকে কথা দিয়েছিলেন, জয় নিয়ে ফিরবে ব্রাজিল। নিজেও গোল করার সংকল্প নিয়েছিলেন। কিন্তু এস্তাদিও মনুমেন্টালে সেই রাফিনিয়াকে মাঠে খুঁজে পাওয়াটাই যেন ছিল এক চ্যালেঞ্জ। আসলে, আর্জেন্টিনার দাপুটে ফুটবলের সামনে ব্রাজিলের পুরো দলই হারিয়ে গিয়েছিল।

ম্যাচের শুরুতেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। মাত্র ২০ মিনিটের মধ্যেই ব্রাজিলের জালে জোড়া গোল। ৪৫ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। দ্বিতীয়ার্ধে বদলি নামা গুইলিয়ানো সিমিওনে আরও একটি গোল যোগ করলে ৪-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

আলবিসেলেস্তেদের হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও গুইলিয়ানো সিমিওনে। ব্রাজিলের একমাত্র গোলদাতা ম্যাথিয়াস কুনহা।

প্রথমার্ধেই ম্যাচের গতিপথ নির্ধারণ হয়ে যায়। ৪ মিনিটে ডি পলের পাস থেকে নিকোলাস টালিয়াফিকোর ক্রস ধরে থিয়েগো আলমাদার পাস থেকে গোল করেন আলভারেজ। ১২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হয় এনজো ফার্নান্দেজের সহজ ফিনিশিংয়ে।

৩০ মিনিটের মধ্যে ব্রাজিল এক গোল শোধ করে কুনহার দুর্দান্ত ফিনিশিংয়ে। তবে ১১ মিনিট পরই কর্নার থেকে ফিরতি বলে ম্যাক অ্যালিস্টারের ছোঁয়ায় ৩-১ করে নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক সুযোগ তৈরি করলেও বেন্তোর দক্ষতায় গোল পায়নি আর্জেন্টিনা। তবে ৭১ মিনিটে বদলি নামা গুইলিয়ানো সিমিওনে মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে স্কোরলাইন ৪-১ করেন।

২০১২ সালে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর এই প্রথম ব্রাজিলের বিপক্ষে ৪ গোল করল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ব্রাজিল কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট উদযাপন করে দুর্দান্ত এক জয়ের মাধ্যমে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন