
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম
আলমাদার দুর্দান্ত গোল, উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম

ম্যাচের একমাত্র গোলদাতা থিয়াগো আলমাদা। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে কঠিন লড়াইয়ে দলের জয়সূচক গোলটি করেন থিয়াগো আলমাদা।
প্রথমার্ধে উরুগুয়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও আর্জেন্টিনার রক্ষণভাগ তা সামলে নেয়। এনজো ফার্নান্দেজ ও গিউলিয়ানো সিমিওনের প্রচেষ্টা ব্যর্থ করেন উরুগুয়ের গোলরক্ষক সের্হিও রোচেত।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় আর্জেন্টিনা। অবশেষে ৬৮তম মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে দূরপাল্লার শটে জাল কাঁপান আলমাদা, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ মুহূর্তে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখলেও জয় ধরে রাখে স্কালোনির দল।
এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে উরুগুয়ে। কঠিন লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে আরও এগিয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।