
প্রিন্ট: ২৬ মার্চ ২০২৫, ১১:১২ পিএম
ভিনিসিয়ুসের নায়কোচিত গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম

ছবি : সংগৃহীত
লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে ইনজুরি-জর্জরিত স্কোয়াড নিয়ে নামলেও ২-১ গোলের এই জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার (২২ মার্চ) ভোরে ঘরের মাঠ বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে রাফিনিয়া গোল করে দলকে এগিয়ে নেন। তবে বিরতির আগেই কলম্বিয়ার লুইস দিয়াজ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও ইনজুরি টাইমের নবম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস।
এ জয়ের ফলে লাতিন বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে ব্রাজিলের। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দুই নম্বরে, আর ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট।