
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৯:৪৭ পিএম
বাংলাদেশের জার্সিতে খেলতে এলেন হামজা চৌধুরী, সিলেটে ভক্তদের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের জার্সিতে খেলতে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টায় তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন হামজা। বিমানবন্দরে তাকে বরণ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
হামজাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য সমর্থক। ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা ভক্তদের উচ্ছ্বাস জানান দেয়, জাতীয় দলে তার আগমনে কতটা আগ্রহী তারা।
এর আগে তিনি বাংলাদেশে এলেও, এবার তার সফর বিশেষ এক উপলক্ষ্য নিয়ে—প্রথমবারের মতো জাতীয় দলের সদস্য হিসেবে এসেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন মা, স্ত্রী ও সন্তানরা।
সিলেটে পৌঁছে হামজা সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। সেখানেও তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই।
আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটবে এই শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডারের।