
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম

ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ, যেখানে ২০০০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুই যুগ পর সেই হারের শোধ নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত, আর সঙ্গে ২০১৭ সালে পাকিস্তানের কাছে হারা শিরোপাও পুনরুদ্ধার করল।
দুবাইয়ে ফাইনালে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড, নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৫১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল, আর মাইকেল ব্রেসওয়েল করেন ৫৩ রান। ভারতের হয়ে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।
২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল পাওয়ার প্লেতেই ৬৪ রান তুলে দেন। মাত্র ৪১ বলে হাফ-সেঞ্চুরি করেন রোহিত, তবে সেঞ্চুরির পথে থাকলেও শেষ পর্যন্ত ৭৬ রানে থামেন তিনি। গিল করেন ৩১ রান। কিন্তু এরপরই দ্রুত ফিরে যান বিরাট কোহলি (১) ও রোহিত, যা কিছুটা চাপে ফেলে দেয় ভারতকে।
তবে চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৬১ রানের জুটি ভারতকে আবার ম্যাচে ফিরিয়ে আনে। আইয়ার ৪৮ রান করে ফিরে গেলে কিছুটা ব্যাটিং বিপর্যয় হয়, তবে লোকেশ রাহুল শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিং করেন। ৩৪ রানে অপরাজিত থেকে ৬ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও ভারতীয় স্পিনারদের সামনে ব্যাটাররা লড়াই করতে পারেননি। ইনফর্ম ওপেনার রাচিন রবীন্দ্র দুবার জীবন পেয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, ৩৭ রানেই তাকে ফেরান কুলদীপ। উইল ইয়াং (১৫) ও কেন উইলিয়ামসন (১১) বড় কিছু করতে পারেননি।
১০৮ রানে ৪ উইকেট হারানোর পর গ্লেন ফিলিপস (৩৪) ও ড্যারিল মিচেল প্রতিরোধ গড়েন। মিচেল দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন, তবে শেষ পর্যন্ত রোহিত শর্মার ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ দিকে ব্রেসওয়েলের ৪০ বলে অপরাজিত ৫৩ রান নিউজিল্যান্ডকে লড়াইয়ের পুঁজি দেয়।
কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের সামনে তা যথেষ্ট হয়নি। অভিজ্ঞতা ও ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করে ভারত, যা তাদের ক্রিকেট ইতিহাসের আরেকটি সোনালী অধ্যায় হয়ে থাকবে।