
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:২৪ এএম
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মুশফিক, মাহমুদউল্লাহ ও তাসকিন, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও শেখ মেহেদীকে। এছাড়া ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে।
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। মাহমুদউল্লাহ ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং এখন কেবল ওয়ানডে খেলছেন। অন্যদিকে, মুশফিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই দুই ক্রিকেটার চুক্তির ক্ষেত্রে অনিশ্চয়তার মুখে রয়েছেন।
অন্যদিকে বিসিবির প্রস্তাবিত তালিকায় নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও শামীম হায়দার পাটোয়ারীর নাম। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবকে বাদ দেওয়ার কারণ এখনো পরিষ্কার নয়। তবে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।