
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:২৪ এএম
বিসিবির কাছে সাকিবের পাওনা ৪৮ লাখ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম

সাকিব আল হাসান
নতুন বছরে চুক্তিভুক্ত ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শীর্ষ তারকা সাকিব আল হাসানের গত বছরের শেষ চার মাসের পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, “সাকিবের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন দেওয়া হয়নি কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে।”
রাজনৈতিক কারণে গত নভেম্বরে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, যার ফলে বিসিবি তার পাওনা অর্থ বুঝিয়ে দিতে পারেনি। সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে থাকা সাকিবের বকেয়া পারিশ্রমিক ও ম্যাচ ফি বাবদ জমেছে ৪৮ লাখ টাকা, যা কর কর্তনের পর দেওয়া হবে।
গত সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন সাকিব। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও সরকারের নির্দেশে দেশে ফিরতে পারেননি। পরবর্তীতে তাকে কোনো দলে বিবেচনা করা হয়নি এবং ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারেননি।
এদিকে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ায় নতুন সংকটে পড়েছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, “চুক্তি অনুযায়ী সাকিব তার পাওনা অর্থ পাবে, সে খেলুক বা না খেলুক, বোর্ড প্রতিশ্রুতি রক্ষা করবে।”