
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, স্কোয়াডে ‘নতুন মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:৩৪ পিএম

ক্লদিও এচেভেরি
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩৩ সদস্যের এই স্কোয়াডে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সম্ভাবনাময় তারকা ক্লদিও এচেভেরি। বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে অনেকেই ‘নতুন মেসি’ বলে আখ্যা দিয়েছেন।
আর্জেন্টিনা চলতি মাসে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। ২২ মার্চ তারা মুখোমুখি হবে উরুগুয়ের বিপক্ষে, আর ২৬ মার্চ লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে, আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।
স্কোয়াডে তরুণ প্রতিভাবানদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গুইদো রদ্রিগেজ, যারা সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছিলেন। এছাড়া চোটের কারণে দলে জায়গা পাননি লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস সেনেসি। নতুনদের মধ্যে এচেভেরির পাশাপাশি সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা।
আক্রমণভাগ: লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।
বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তরুণদের নিয়ে আর্জেন্টিনা কেমন পারফরম্যান্স করে, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।