Logo
Logo
×

খেলা

বিয়ে করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১০:২৭ পিএম

বিয়ে করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। মাত্র ৬ মাসে পুরোটা বদলে দিয়েছেন তার ক্যারিয়ারের মানচিত্র।

মেগা টুর্নামেন্ট শেষে যখন টাইগার ক্রিকেটাররা নিজেদের মতো সময় কাটাচ্ছেন, তখনই বড় সুসংবাদ দিয়েছেন রিশাদ। ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংসে পা দিয়েছেন তিনি। বসেছেন বিয়ের পিঁড়িতে। অবশ্য তিন দিন পর ২২ বছরে পা দিবেন রিশাদ।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেই রিশাদ নিজ শহর নীলফামারীতে ছুটে গিয়েছিলেন। গেল কয়েকদিন ধরে সেখানেই অবস্থান করছিলেন। যেখানে তার বন্ধু-বান্ধব ও সামাজিক কিছু কাজে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। এর মধ্যেই বৃহস্পতিবার (১১ জুলাই) জানালেন নিজের বিয়ের খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে ‘গট ম্যারিড’ উল্লেখ করে রিশাদ লিখেছেন, ‘গাঁটছড়া বেঁধেছি। উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি। আমাদের ভবিষ্যত ভালোবাসা, আনন্দ ও অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক; এই প্রার্থনা করবেন।’ 

রিশাদের সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে। তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে ব্যক্তিগতভাবে ইসলামী বিধান পালন করায়, এখনই স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য সামনে আনেন নি রিশাদ।

জানা যায়, পারিবারিক আয়োজনে বিয়েটা গত বছরের ১৩ জুলাইয় হয়েছিল। বৃৃহস্পতিবার ছিল কন্যা-সম্প্রদানের দিন। শুক্রবার (১২ জুলাই) নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে রিশাদের বউ ভাত।

উল্লেখ্য, বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সব মহলে বেশ প্রশংসিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সব মিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন