
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১০ এএম
বার্সেলোনায় ফিরছেন মেসি? নতুন করে জোরালো হলো গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন আবারও আলোচনায় এসেছে। মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা মেসির সাম্প্রতিক এক মন্তব্য এই গুঞ্জনের সূত্রপাত করেছে।
২০২১ সালে কাতালান ক্লাবটির আর্থিক সংকটের কারণে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন মেসি। এরপর বিনামূল্যে পিএসজিতে যোগ দিলেও দুই মৌসুম পর, ২০২৩ সালে, তিনি মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। মায়ামিতে যোগ দিয়েই তিনি লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড জিতেছেন এবং এমএলএসের এমভিপি পুরস্কারও অর্জন করেছেন।
বর্তমানে মেসির ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছর চলছে। যদিও চুক্তি এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে, তবে বিভিন্ন সূত্র বলছে, ক্যারিয়ারের শেষ অধ্যায় তিনি অন্য কোথাও কাটাতে পারেন।
সাংবাদিক অ্যালেক্স কানডাল, যিনি প্রথম মেসির আমেরিকায় যোগদানের খবর প্রকাশ করেছিলেন, এবার দাবি করেছেন যে মেসি বার্সেলোনায় ফিরে যেতে চান। ডিএস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, “আমি নতুন ক্যাম্প ন্যুতে খেলতে না পারলে ফুটবল ছাড়তে পারি না।”
এখন প্রশ্ন উঠছে, মেসি কি শুধুমাত্র একটি বিদায়ী ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামতে চান, নাকি স্থায়ীভাবে ফিরতে চান? ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে অথবা ২০২৬ বিশ্বকাপের পর তিনি আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারেন।