
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম
শচীনের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করছেন বিরাট কোহলি। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি। এই ইনিংস খেলার পথে তিনি স্পর্শ করেছেন এক ঐতিহাসিক মাইলফলক।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড এতদিন শচীন টেন্ডুলকারের দখলে ছিল। কিন্তু আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় সেই রেকর্ড নতুনভাবে লিখলেন কোহলি।
ব্যাটিংয়ে নামার সময় তার সংগ্রহ ছিল ১৩,৯৮৫ রান। মাত্র ১৫ রান দূরে ছিলেন ১৪ হাজার রান ক্লাব থেকে। ইনিংসের ১৩তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছে যান তিনি, যা তাকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।
কোহলি মাত্র ২৮৭ ওয়ানডে ইনিংসে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন, যেখানে শচীনকে এই রেকর্ড গড়তে খেলতে হয়েছিল ৩৫০ ইনিংস। অর্থাৎ, ৬৩ ইনিংস কম খেলেই কিংবদন্তি শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি।
এই তালিকায় শচীনের পরই আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, যিনি ৩৭৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। ওয়ানডে ইতিহাসে এই তিনজন ছাড়া আর কেউ ১৪ হাজার রানের ঘরে প্রবেশ করতে পারেননি।
এছাড়া, ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫০টি সেঞ্চুরির রেকর্ডও কোহলির দখলে। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরি করে তিনি শচীনকে পেছনে ফেলেন, যা তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের কাতারে তুলে দিয়েছে।