Logo
Logo
×

খেলা

ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করছে পাকিস্তান সরকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করছে পাকিস্তান সরকার

ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে খাইবার পাখতুনখাওয়া সরকার। প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে "ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম" করার প্রস্তাব করা হয়েছে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রদেশের ক্রীড়া বিভাগের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্ডাপুর। এখন এই প্রস্তাব অনুমোদনের জন্য প্রাদেশিক মন্ত্রীসভার সামনে উপস্থাপন করা হবে।

প্রদেশের ক্রীড়া মন্ত্রী সৈয়দ ফখর জাহান বলেন, "এই সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে। ইমরান খান দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম। আদর্শভাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নামই তার নামে হওয়া উচিত ছিল, তবে সেখানে কেবল একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছে তার নামে।"

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বেই বিশ্বকাপ জেতে পাকিস্তান। তবে ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি নানা মামলায় কারাবন্দী রয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামরিক-সমর্থিত সরকার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী-সমর্থকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও কিংবদন্তি ক্রিকেটার হিসেবে তাকে সম্মান জানাতে কৃপণতা করছে না স্থানীয় সরকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন