Logo
Logo
×

খেলা

ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশি স্পিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশি স্পিনার

ছবি : সংগৃহীত

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সোহেলি আখতার। সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। এর মাঝে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠে। আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫টি ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার এক সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠে। তবে সেই সতীর্থ আইসিসির দুর্নীতি দমন কমিশনকে (আকু) বিষয়টি জানান।

অনুসন্ধানের পর আজ (মঙ্গলবার) আইসিসি সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়, যা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। আইসিসির বিবৃতি অনুযায়ী, তিনি দুর্নীতি বিরোধী ইউনিটের ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারা লঙ্ঘন করেছেন। ২.১.১ ধারায় উল্লেখ রয়েছে, ম্যাচ ফিক্সিং বা যেকোনো উপায়ে খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে জড়িত থাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন