
প্রিন্ট: ০৬ মার্চ ২০২৫, ০২:০২ পিএম
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে স্পট ফিক্সিং নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন খেলোয়াড়দের তালিকায় দুর্বার রাজশাহীর ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের নাম রয়েছে। তদন্ত চলাকালে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করেছে যাতে তাকে দেশত্যাগ করতে না দেওয়া হয়। তদন্তে দোষী প্রমাণিত না হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
এনামুল হক বিজয় চলতি বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন, যেখানে দুটি অর্ধশতক ও একটি শতক রয়েছে।
এছাড়া, রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। এবং আরও তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।
সম্প্রতি, একটি ম্যাচে পরপর চার ওভারে একই রানের পুনরাবৃত্তি দেখা যায়, যা স্পট ফিক্সিংয়ের সন্দেহ উত্থাপন করে। তবে, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে জানা গেছে।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত হওয়া ২৬টি ম্যাচে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা স্পট ফিক্সিং সন্দেহের উদ্রেক করছে।
বিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।