Logo
Logo
×

খেলা

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা কেমন, জানাল সুপার কম্পিউটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৪:৩৩ পিএম

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা কেমন, জানাল সুপার কম্পিউটার

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা কেমন, জানাল সুপার কম্পিউটার

আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষা। আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা। চলমান কোপা আমেরিকায় ফেবারিটের তকমা নিয়ে শুরু করা আর্জেন্টাইনরা এখনও অপরাজিত। এরই মাঝে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণীতে জানিয়েছে, ব্রাজিলের বিদায়ে লিওনেল স্কালোনির শিষ্যদের কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে।

আসরের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল অপ্টার সুপার কম্পিউটার। কোয়ার্টারে ব্রাজিলের বিদায়ের পর সেই সম্ভাবনা আরও বেড়েছে। আগের তুলনায় মেসিদের সম্ভাবনা ২১ শতাংশ বেড়েছে ।

মূলত অতীত ইতিহাস, পরিসংখ্যান ও পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করে থাকে অপ্টা। টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটি। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ৮৯ দশমিক ৮, সেমিফাইনাল ৬৭ দশমিক ২, ফাইনাল খেলার সম্ভাবনা ৫০ দশমিক ৫ শতাংশ ছিল। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩০ দশমিক ৮ শতাংশ ছিল।

বুধবার (১০ জুলাই) সেমিতে মেসিদের প্রতিপক্ষ কানাডা। এ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের জোরালো সম্ভাবনা দেখছে সুপার কম্পিউটার। প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬ দশমিক ৭ আর কানাডার ৯ দশমিক ৮ শতাংশ।

ফাইনাল আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। সুপার কম্পিউটার বলছে, কলম্বিয়াকে কাঁদিয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা। তবে ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে যাবে। আর্জেন্টিনার কোপা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৮১ শতাংশে। অন্যদিকে উরুগুয়ের সম্ভাবনা কেবল ২৭ দশমিক ৬০ শতাংশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন