Logo
Logo
×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তামিম ইকবালের ভাবনা-ভাষ্য কী। তিনি খেলবেন, খেললেও কবে কখন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। গত বৃহস্পতিবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সেজন্য দুয়েক দিন সময় চেয়ে নিয়েছেন।

তামিমের ফেরা না ফেরা ইস্যুতে যখন শোরগোল স্টেডিয়ামপাড়া। ঠিক তখনই জাতীয় দলের সাবেক অধিনায়ক জানিয়ে দিলেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লম্বা এক স্ট্যাটাস দেন তামিম। তামিম লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।

দেশের জার্সিতে ৩৯১টি ম্যাচ খেলা তামিম আরও বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা কিংবা দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। আর চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।

তিনি বলেন, ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও যেখানেই গেছি, ক্রিকেট-ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। সবশেষ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের দিনে শাস্তি পেয়েছেন। বৃহস্পতিবার রংপুরের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে আচরণবিধির লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন তিনি। ড্যাশিং এই ওপেনারকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন