Logo
Logo
×

খেলা

ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান

ছবি : সংগৃহীত

টামি আব্রাহামের ইনজুরি টাইমের গোলে দুই গোলে পিছিয়ে থেকেও বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। নতুন কোচ সার্জিও কনসেইকাওর অধীনে মিলানের প্রথম ট্রফি এটি।

রিয়াদের আল-আওয়াল পার্কে লটারো মার্টিনেজ ও মেহদি টারেমির গোলে ৪৭তম মিনিটে ২-০ গোলের লিড নেবার পর টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে ভালোভাবেই এগিয়ে ছিল ইন্টার। কিন্তু সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে নেয়া মিলান বিরতির পর ঘুরে দাঁড়ায়।

এদিকে ৩৫তম মিনিটে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হাকান কালহানগ্লু পেশীর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলে কিছুটা হলেও চাপে পড়ে ইন্টার। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে মিলান। টার্কিশ মিডফিল্ডারের স্থানে মাঠে নামেন ক্রিস্টিয়ান আসলানি। ৫২তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে মিলান শিবিরকে চাঙা করে তুলেন থিও হার্নান্দেজ।

যুক্তরাষ্ট্রের উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচ শেষের ১০ মিনিট আগে মিলানের হয়ে সমতা ফেরান। ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম ৯৩ মিনিটে দারুণ এক গোলে দলকে শিরোপা উপহার দেন। ২০১৬ সালের পর এটি ইতালিয়ান সুপার কাপে মিলানের প্রথম শিরোপা। সব মিলিয়ে মিলান আটবার এই শিরোপা জয় করেছে।

এর আগে, বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে আটালান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ে আধিপত্য দেখিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার। এ নিয়ে সৌদি আরবে পরপর তিন বছর এই টুর্নামেন্ট আয়োজিত হলো।

রেকর্ড নয়বার সুপার কাপের শিরোপা জয় করেছে জুভেন্টাস। তাদের থেকে একবার করে কম ট্রফি ঘরে তুলেছে এসি ও ইন্টার মিলান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন