Logo
Logo
×

খেলা

বিপিএল ২০২৫

তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ক্যাপিটালসের হ্যাটট্রিক হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ক্যাপিটালসের হ্যাটট্রিক হার

ছবি : সংগৃহীত

চলতি বিপিএলের শুরু থেকেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস। দর্শকদের আশা ছিল শাকিব খানের নেতৃত্বে নতুন রূপে ফিরে আসবে বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। কিন্তু লিটন-মোস্তাফিজরা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। রংপুর ও রাজশাহীর পর খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি থিসারা পেরেরা।

শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাবে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি ঢাকা ক্যাপিটালস।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা। ২ রান করে সাজঘরে ফেরেন লিটন। পরের বলেই ডাক আউট হন স্টিভেন এসকেনজি। এরপর ১৫ বলে ১৯ রান করে তামিম আউট হলে উইকেট মিছিল শুরু হয়। শাহাদত হোসেন দিপু (৩), শুভাম রনঞ্জি (৬) এবং আলাউদ্দিন বাবু শূন্য রান করে ফেরেন।

এরপর স্বদেশি চতুরাঙ্গা ডি সিলভাকে নিয়ে দলের হাল ধরেন থিসারা পেরেরা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি পূর্ণ হয়।

২৪ বলে ঢাকার প্রয়োজন ছিল ৭৮ রান। বল বল করে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ মিস করলে ৮৭ রানে জীবন পান তিনি। ৯ চার এবং ৭ ছক্কায় ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই লঙ্কান অলরাউন্ডার।

তবে, শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করতে পারে তারা। ফলে ২০ রানের জয় পায় খুলনা টাইগার্স।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল খুলনা। তবে ১৭ বলে ৩০ রানে থাকা ওপেনার নাঈমকে থিতু হতে দেননি ডি সিলভা। দিপুর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাত্র ১ রানে ফেরেন আফিফ হোসেন ধ্রুব।

এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন ইব্রাহীম জাদরান (৫), মেহেদী হাসান মিরাজ (৮) এবং মোহাম্মদ নেওয়াজ।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন উইলিয়াম বেতিস্টো। তবে ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ১ ছক্কা ও তিন চারে ২৮ রানে ফেরেন তিনি।

শেষদিকে অঙ্কনের ৩২, জিয়াউর রহমানের ২২, আবু হায়দার রনির ২১ ও নাসুমের ৯ রানের ক্যামিওতে ভর করে ১৭৩ রানের পুঁজি দাঁড় করায় খুলনা টাইগার্স।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন