
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:২৪ এএম
মাঠের বিবাদ ঘিরে নিষেধাজ্ঞায় পড়তে পারেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

মাঠের বিবাদ ঘিরে নিষেধাজ্ঞায় পড়তে পারেন কোহলি
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির মাঠের বিবাদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ইচ্ছাকৃতভাবে তরুণ এই ব্যাটারের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়াতে দেখা যায়।
অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ১৯ বছর বয়সী কনস্টাস তার প্রথম টেস্ট ইনিংসে ঝোড়ো ৬০ রান করেন। ইনিংসের ১০তম ও ১১তম ওভারের মধ্যবর্তী বিরতিতে, কনস্টাস ও উসমান খাজা প্রান্ত বদল করার সময় কোহলি তার দিকে এগিয়ে যান এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ উঠেছে।
সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, যিনি সেই মুহূর্তে ধারাভাষ্যে ছিলেন, ঘটনাটি সম্পর্কে বলেন, ‘কোহলি তার ডান দিকে পুরো পিচ পেরিয়ে গিয়েছেন এবং এই সংঘর্ষ ঘটানোর চেষ্টা করেছেন। আমার মনে কোনো সন্দেহ নেই।’
রিপ্লেতে দেখা যায়, কোহলি তার গতিপথ সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন, যেখানে কনস্টাস মাথা নিচু করে তার গ্লাভস ঠিক করছিলেন।
ক্রিকেটের নিয়ম প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর নিয়ম অনুযায়ী, ‘ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষ’ লেভেল ২ অপরাধ হিসেবে গণ্য হয়। মাঠের আম্পায়াররা যদি এই ঘটনা রিপোর্ট করেন, তবে ম্যাচ রেফারি বিষয়টি তদন্ত করবেন।