সাকিব আল হাসান
অবশেষে আইসিসি কর্তৃক সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ইংল্যান্ডের একটি ল্যাবে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাতে এক বিবৃতিতে জানায়, সাকিব আল হাসান এখন থেকে আর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।
বিসিবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ায় তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরে কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাধ্য হবেন।
আইসিসির বোলিং অ্যাকশন সম্পর্কিত নিয়ম অনুযায়ী, যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একটি খেলোয়াড়কে তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করে এবং তা কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়, তবে সেই নিষেধাজ্ঞা আইসিসি স্বীকৃত হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হয়।
বিসিবি জানিয়েছে, আইসিসির বিধি ১১.৩ অনুযায়ী, সাকিবকে কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতা ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং নিষিদ্ধ করা হয়েছে। তবে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষা দিতে পারবেন। যদি পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়, তাহলে তিনি আবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং করার সুযোগ পাবেন। এই বিষয়ে ইতোমধ্যেই ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।