Logo
Logo
×

খেলা

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হবে: লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হবে: লিটন

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক লিটন দাস। তবে সেই চ্যালেঞ্জ নিয়ে নতুন ইতিহাস লিখতে চায় বাংলাদেশ। কারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে কোন ঘাটতি দেখছেন না লিটন।

সবশেষ ওয়ানডে সিরিজে উইন্ডিজের কাছে ধবধোলাই হয়েছে বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় নামছে টাইগাররা।

তবে উইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাস খুবই শোচনীয়। এখন পর্যন্ত কোন ম্যাচেই জয়ের স্বাদ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ৬ ম্যাচের ৪ টিতেই হার। বাকি দুটি পরিত্যক্ত। বাংলাদেশের জন্য এই সংস্করণে ইতিহাস স্বস্তির না হলেও এবার তারা লিখতে চায় ভিন্ন গল্প। তবে পথটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে জানান বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি সিরিজগুলো সাধারণত আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়। উইন্ডিজরা নিজেদের কন্ডিশনে খেলবে। তবে আমাদের চেষ্টা থাকবে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়। অনুশীলনে আমাদের ঘাটতি নেই। স্কোয়াডের সবাই নিয়মিত খেলোয়াড় যারা ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে আসছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন