অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর প্রথমবারের মতো শিরোপা জিতেছিল তারা। এবার আরো একবার শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ। শিরোপার জয়ের স্বপ্ন বুকে নিয়ে আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে তারা। বাংলাদেশকে প্রেরণা যোগাচ্ছে গত আসরের সেমিফাইনাল, যে ম্যাচে ভারতকে হারিয়েছিল তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩ ও সনি টেন ৫।
যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ আসরে ৭ বার চ্যাম্পিয়ন তারা। এছাড়া একটি শিরোপা পাকিস্তানের সঙ্গে ভাগাভাগি করেছে। বাকি দুটি আসরের একটিতে বাংলাদেশ, অপরটিতে আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের দ্বিতীয় ট্রফি নিজেদের করে নেওয়ার। গত চারবারে এনিয়ে তৃতীয় ফাইনাল খেলছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি দলগত ভারসাম্য। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দে আছেন যুবারা। সেমিফাইনালে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে দলগত পারফরম্যান্স দিয়ে। ফাইনালের আগে আজিজুল হাকিমরা তাই নিজেদের এগিয়ে রাখেতেই পারেন।
পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর যুব দলের অধিনায়ক আজিজুল জানিয়েছিলেন, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবো।’
প্রতিপক্ষ যখন ভারত, তখন রুদ্ধশ্বাস আরেকটি লড়াইয়ের অপেক্ষায় তো থাকাই যায়। দলটি এক্স ফ্যাক্টর বৈভব সূর্যবংশী। ১৩ বছরের এই বিস্ময়বালক আছেন অসাধারণ ছন্দে। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সাত উইকেটের জয়ে বৈভবের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস। এই ব্যাটার বাংলাদেশে ভোগাতে পারেন!
ভারত ও বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দুই দলই একটি করে ম্যাচে হেরেছে। কিন্তু সেমিতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে, আর ভারতও একই ব্যবধানে হারিয়েছে আরেক গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। রবিবার দুপুরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জমজমাট লড়াই হবে- এমনটাই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।