Logo
Logo
×

খেলা

এমএলএস বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

এমএলএস বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি

লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলে দ্যুতি ছড়িয়েছেন আর্জেন্টাইন মেগাস্টার লিওনেল মেসি। দলকে জিতিয়েছেনও সাপোর্টাস শিল্ড পুরস্কার। এতেই প্রথম পূর্ণ মৌসুমেই এমএলএসের বর্ষসেরার ফুটবলারের পুরস্কার জিতেছেন এই কিংবদন্তি। পেয়েছেন আমেরিকান মেজর সকার লিগের (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ অ্যাওয়ার্ড। এটি আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারের ৭৯তম ব্যক্তিগত অ্যাওয়ার্ড।

২০২৪ সালটা পরিকল্পনা অনুযায়ী পার করতে পারেননি মেসি। ইনজুরিতে চোটের কারণে তিন মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। দিনের হিসাবে সেটা ৬২। তবে যখনই নেমেছেন মাঠে, মুগ্ধতা ছড়িয়েছেন। ১৯ ম্যাচ খেলে লিও করেছেন ২০টি গোল এবং অ্যাসিস্ট করেছেন আরো ১৬ গোলে।

পুরস্কার পাওয়ার পর মেসি নিজেই লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ ব্যক্ত করেন। তবে এমএলএস কাপ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করবো।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন