Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

জ্যামাইকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আগামী ৮ ডিসেম্বর থেকে একদিনের এই সিরিজে মাঠে গড়াবে। সোমবার (২ ডিসেম্বর) সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকঘণ্টা পর রাতে স্বাগতিকরাও দল ঘোষণা করেছে। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা।

ইংল্যান্ড সিরিজের দল থেকে ক্যারিবিয়ানদের স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। হায়ডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রুর জায়গায় আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস স্কোয়াডে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

প্রথমবারের মতো আমির জাঙ্গুকে স্কোয়াডে ডাকা হয়েছে। এখনও অভিষেকের স্বাদ না পেলেও দেশটির ক্রিকেটে বেশ আলোচনায় জন্ম দিয়েছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন উইকেটরক্ষক এই ব্যাটার। ফলে জাতীয় দলে জায়গা করে নিতে বেগ পেতে হয়নি। এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এইও ব্যাটার। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিনটি অর্ধশতকের দেখা পেয়েছেন। একটি সেঞ্চুরিও আছে। শাই হোপের ডেপুটি হিসেবে ব্রেন্ডন কিং আছেন। 

টেস্ট সিরিজ শেষে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ানডে ম্যাচগুলো হবে।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন