Logo
Logo
×

খেলা

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ভাঙল ৭২ বছরের রেকর্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ভাঙল ৭২ বছরের রেকর্ড

ছবি: সংগৃহীত

পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে জাসপ্রিত বুমরাহর আগ্রাসনের মুখে খেই হারিয়ে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। এখনও ৮৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। হাতে মোটে ৩ উইকেট রয়েছে। ২৮ বলে ১৯ রান করে অপরাজিত অ্যালেক্স ক্যারি। এ ছাড়া ১৪ বলে ৬ রান করে ব্যাট করছেন স্টার্ক। 

দুই ইনিংস মিলিয়ে পার্থে প্রথম দিনে মোট ১৭টি উইকেট পড়েছে। এতেই ৭২ বছর আগের রেকর্ড ভেঙেছে। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড এটি।

শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেনি ভারতের উদ্বোধনী জুটি। ৮ বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি জয়সওয়াল। তরুণ এই ওপেনার দ্রুতই ফেরায় উদ্বোধনী জুটিতে মাত্র ৫ রান তুলে পারে সফরকারীরা।

আরেক তরুণ দেবদূত পাডিক্কালও ডাক খেয়েছেন। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি টপ-অর্ডার এই ব্যাটার।

১৪ রানে জোড়া উইকেট হারানোর পর বিপদ আরো বাড়িয়েছেন বিরাট কোহলি। কিছুতেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না দীর্ঘ ধরে অফফর্মে থাকা টপ-অর্ডার এই ব্যাটার। ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন লোকেশ রাহুল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি। ওপেনিং নামা এই ব্যাটার থেকে ৭৪ বলে ২৬ রান এসেছে।

এরপর টপ-অর্ডারের দেখানো পথেই হেঁটেছেন ধ্রুব জুরেল-ওয়াশিংটনরা। তবে মিডল-অর্ডারে ঋষভ পান্ত ও নীতিশ ব্যতিক্রম ছিলেন। দলকে টেনে তোলার চেষ্টা চালিয়েছিলেন তারা। কিন্তু ৩৭ রান করে পান্ত প্যাভিলিয়নে ফেরার পর আর কেউই নীতিশকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ৪১ রান করে আউট হন নীতিশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় অজিরা। নাথান ম্যাকসুইনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বুমরাহ। এরপর উসমান খাজাকেও শিকার করেন ভারতীয় অধিনায়ক। ম্যাকসুইনি ১০ রান ও খাজা ৮ রান করে সাজঘরে ফেরেন।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার আগেই স্মিথও রানআউট হয়ে সাজঘরে ফেরেন। বুমরাহর বলে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নেন টপ-অর্ডার এই ব্যাটার।

এরপর ট্রাভিস হেড ও মিচেল মার্শও ভরসার প্রতীক হতে পারেননি। হেড ১৩ বলে ১১ রান এবং মার্শ ১৯ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

তবে তিনে নামা মারনাস ল্যাবুশেন ধৈর্যের পরিচয় দিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালান। সতীর্থদের যাওয়া-আসার মিছিল দেখতে দেখতেই ৫২টি বল খেলে মাত্র ২ রান করেন তিনি। কিন্তু সিরাজের বলে ল্যাবুশেনও এলবিডব্লিউ!

এরপর ৫ বলে ৩ রান করে বিদায় নেন কামিন্স। অজি অধিনায়কের উইকেট নেন বুমরাহ। ফলে ৫৯ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষমেশ ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। ক্যারি ২৮ বলে ১৯ এবং ১৪ বলে ৬ রানে ক্রিজে আছেন মিচেল স্টার্ক। এখনো ৮৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

ভারতের হয়ে চারটি উইকেট নেন বুমরাহ। সিরাজ দুটি উইকেট এবং রানা একটি উইকেট নিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন