Logo
Logo
×

খেলা

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:২২ পিএম

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

চলতি নভেম্বরেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সফরে সমান তিনটি করে ওয়ায়নডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। আইরিশদের বিপক্ষে আসন্ন এই সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের এই দলকে নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব দেবেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ সদস্যই এই সিরিজে আছেন। সবমিলিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে স্বাগতিকরা।

সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশরা। ২৭ নভেম্বর মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডে গড়াবে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন