Logo
Logo
×

খেলা

এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করলো কাতালানরা।

অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো।

লামিন ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে তা জালে জড়ান এই ফরওয়ার্ড। ১৮ মিনিটে জাভি পুয়াদোর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে সমতায় ফেরার সুযোগ হারায় সফরকারিরা। মিনিট পাঁচেক পর মার্ক কাসাদোর বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন করেন রাফিনিয়া।

ম্যাচের ২৭ মিনিটে, বার্সার জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল বঞ্চিত হয় এস্পানিওল। চার মিনিট পর আলেজান্দ্রো বালদের কাছ থেকে বল পেয়ে, বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়ার পথে নিজের জোড়া গোলের দেখা পান দানি ওলমো।

ম্যাচের ৫৮ মিনিটে, আবারও অফসাইডের কারণে গোল বাতিল হয় এস্পানিওলের। তবে ৫ মিনিট পর জাভি পুয়াদোর ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করে দলটি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন