Logo
Logo
×

খেলা

ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস

ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস

ভারতকে ২৫ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়লো নিউজিল্যান্ড।

এ নিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। সবশেষ ২০০০ সালে ম্যান ইন ব্লুদের তাদের মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি দুই ম্যাচের সিরিজ ছিল। তিন বা এর চেয়ে বেশি ম্যাচের সিরিজে এটাই প্রথম।

দ্বিতীয় দিনে ভারত যেভাবে শেষ করেছিল, তাতে হোয়াইটওয়াশ এড়ানোর আশা ছিল। কারণ, স্বাগতিকদের বড় লক্ষ্য দেওয়ার আগেই কিউইদের ব্যাটিং লাইন-আপে ধস নেমেছিল। তবে স্পিন বান্ধব উইকেটে ১৪৭ রানের লক্ষ্যও পাহাড় সমান মনে হচ্ছিল। আর দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই গুটিয়ে গেছে ম্যান ইন ব্লুরা।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

৯ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শুরু করা কিউইরা ৩ রান যোগ করতেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায়।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারায় ভারতের ইনিংস। কিউইদের স্পিন আক্রমণে লাঞ্চের আগেই ধস নামে। ২৯ রানে ৫ উইকেট হারায় স্বাগতিক দল। 

এ সময়ে সফরকারীদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন পান্ত। লাঞ্চের আগেই দ্রুত গতিতে ফিফটি তুলে নেন। ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে মিলে ৪২ রান যোগ করেন পান্ত।  

জাদেজা ফেরার পরও প্রতিরোধ জিইয়ে রাখেন উইকেটকিপার এই ব্যাটার। ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে আরো ৩৫ রান যোগ করেন। তবে শতরান পেরোনোর পর এই প্রতিরোধ ভাঙেন প্যাটেল। ৫৭ বলে ৬৪ রানে পান্তকে ফেরান তিনি।

ধ্বংসস্তূপের মধ্যেও অশ্বিন-ওয়াশিংটন আশা জাগাচ্ছিলেন। তবে দলীয় ১২১ রানে অশ্বিন ফিরলেই হারের শঙ্কা জাগে ভারতের। একই ওভারে জোড়া আঘাত হানেন ফিলিপস। পরের বলে আকাশ দীপকে ফেরান তিনি। শেষমেশ ২৯ দশমিক ১ ওভারে ১২১ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়।

প্রথম ইনিংসে ১০৩ রান খরচায় ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যাজাজ প্যাটেল। আর সিরিজসেরা উইল ইয়ং করেন ২৪৪ রান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন