Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল আফগানিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:৩৬ পিএম

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বিশ্বকাপে আফগান রূপকথা। ছবি : সংগৃহীত

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। গুলবাদিন নাইব ও নাভিন উল হকের বোলিং তোপে ২১ রানে হার মানলো অস্ট্রেলিয়া। আফগানিস্তানের দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানে অলআউট হয় অজিরা। রবিবার সকালে (২৩ জুন) আর্নেস ভ্যাল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে আফগানরা। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে ভালোই শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ৪৯ বলে ৬০ ও ইব্রাহিম জাদরানের ৪৮ বলে ৫১ রানে ১৪৮ রান করে আফগানিস্তান।

ইনিংসের ১৫.৫ ওভারে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। স্টয়নিসকে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে ক্যাচ দেন ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। চারটি চার ও চারটি ছক্কায় ইনিংসটি সাজান গুরবাজ। দুই ব্যাটারই অবশ্য ব্যক্তিগত হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ টিকে থাকেননি।

স্টয়নিসকে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে ক্যাচ দেন ওয়ার্নারের হাতে। পরের ওভারে এসে অ্যাডাম জাম্পা ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে। ওই ওভারের শেষ বলে ফেরেন আরেক ওপেনার ইবরাহিম জাদরানও। ৬ চারে ৫১ রান করেন ইব্রাহিম। রান তাড়ায় ম্যাক্সওয়েল ৪১ বলে ৫৯ করলেও বাকিদের ব্যর্থতায় অস্ট্রেলিয়া থেমে যায় ১২৭ রানে।

বোলিংয়ে আফগানদের নায়ক গুলবদিন। ৪ ওভারে ২০ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। দারুণ দুই ক্যাচ নিয়ে দারুণ ফিল্ডিংও করেন এই অলরাউন্ডার। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান। 

এমনকি বড় দুই হারের পরও সমীকরণে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ। এখন ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় আর আফগানিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, সেমিতে যাওয়া সম্ভব নাজমুল হোসেন শান্তদেরও।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৮/৬ (গুরবাজ ৬০, ইব্রাহিম ৫১, ওমারজাই ২, জানাত ১৩, রাশিদ ২, নাবি ১০*, গুলবাদিন ০, নানগেলিয়া ১*; অ্যাগার ৪-১-১৭-০, হেইজেলউড ৪-০-৩৯-০, কামিন্স ৪-০-২৮-৩, জ্যাম্পা ৪-০-২৮-২, ম্যাক্সওয়েল ২-০-১২-০, স্টয়নিস ২-০-১৯-১)

অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ১২৭ (হেড ০, ওয়ার্নার ৩, মার্শ ১২ ম্যাক্সওয়েল ৫৯, স্টয়নিস ১১, ডেভিড ২, ওয়েড ৫, কামিন্স ৩, অ্যাগার ২, জ্যাম্পা ৯, হেইজেলউড ৫*; নাভিন ৪-০-২০-৩, ফারুকি ৩-০-২১-০, ওমারজাই ১.২-০-৯-১, নাবি ১-০-১-১, নানগেলিয়া ১-০-১৩-০, রাশিদ ৪-০-২৩-১, নুর ১-০-১১-০, গুলবাদিন ৪-০-২০-৪)

ফল: আফগানিস্তান ২১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: গুলবাদিন নাইব

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন