হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি
বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র ৫ দিন আগে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বেশ কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে।
আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির ৫ মাস বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।
গত আগস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পরই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। আগে থেকেই হাথুরুসিংহের প্রবল সমালোচকদের একজন ছিলেন ফারুক আহমেদ। নানা সময়েই কোচের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি।
বিসিবি সভাপতি হওয়ার পর গত প্রায় ২ মাসে নানা সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে নিয়ে নিয়মিতই প্রশ্ন শুনতে হয়েছে ফারুক আহমেদকে। পরিপ্রেক্ষিতে তিনি বারবার অনুরোধ করেন অপেক্ষা করতে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি।