Logo
Logo
×

খেলা

সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

ছবি : সংগৃহীত

বড় স্বপ্ন নিয়ে আরব আমিরাতে পাড়ি দিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১০ বছরের জয়খরা কাটিয়ে সেই স্বপ্ন আরো মজবুত করেছিল টাইগ্রেসরা। তবে টানা তিন ম্যাচে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে তেমন কোনো চাপে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকার। জবাবে ১৭ দশমিক ২ ওভারে জয় তুলে নেয় প্রোটিয়ারা। তৃতীয় ওভারের শেষ বলে ১২ বলে ৭ রান করা উলভার্টকে ফেরান ফাহিমা।

এরপর ৫৩ রানের জুটি গড়েন তাজমিন ব্রিটস ও আন্নেকে বোসচ। এই জুটিও ভাঙেন ফাহিমা। ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন তাজমিম ব্রিটস। এ ছাড়া আনিকা বোস ২৫ রান যোগ করেন। শেষদিকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন মারিজানে ও ট্রাইঅন।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার দিলারা। মারিজানে ক্যাপের ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

এরপর শুরুর ধাক্কা সামলে ৪৫ বলে ৩৬ রানের জুটি গড়েন মোস্তারি ও সাথী। তবে ইনিংসের অষ্টম ওভারে সাথী ফিরলে ভাঙে এই জুটি। ৩০ বলে ১৯ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন জ্যোতি ও মোস্তারি। তবে তারাও দ্রুত গতিতে রান তুলতে পারেননি। ৫৬ বলে ৪৫ রানের জুটি গড়েন তারা।

১৮তম ওভারে এমলাবার বুঝে উঠতে পারেননি মোস্তারি। বোল্ড হয়ে ৪৩ বলে ৩৮ রান করে ফেরেন। তবে ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যোতি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন