Logo
Logo
×

খেলা

দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম

দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ

দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ

সংযুক্ত আরব আমিরাতে আজ (৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যদিও বাংলাদেশের মাটিতে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশ থেকে বৈশ্বিক এই টুর্নামেন্টটি সরিয়ে নেয় আইসিসি। তবে এখনও আসরটির আয়োজক বাংলাদেশ।

এবার বিশ্বকাপ শুরুর আগে ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই সফরে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও আছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।'

এদিকে ক্রীড়া উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এক পোস্টে তার দুবাই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন