Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। এ ছাড়া দলে ফিরেছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ও স্পিনার রাকিবুল হাসান। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আগামী মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ৩টায় ভারতের উদ্দেশে রওনা হবেন।

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন মিরাজ। এরপর থেকে অজানা কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না এই অলরাউন্ডার। ভারত সিরিজে তাকে ফেরানো হয়েছে।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম। সৌম্যর জায়গায় দলে ফিরেছেন ইমন।

অবসর নেওয়ায় অবধারিতভাবেই বাদ পড়েছেন সাকিব আল হাসান। সাকিব না থাকায় একজন বাঁহাতি স্পিনারের সংকট কাটাতে দলে ডাকা হয়েছে রাকিবুলকে। এ ছাড়া ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে না পারা শরিফুল ইসলাম আছেন দলে।

আগামী ৬ অক্টোবর গোয়ালিওরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। সিরিজের পরের দুই টি-টোয়েন্টি ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন