ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছাড়ল পাকিস্তান। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে ৭ বছরের খরা কাটিয়ে পেয়েছিল ২২ রানের জয়। শনিবার (৩১ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা পেল ৯০ রানের বিশাল জয়। প্রথমে ব্যাট করে ১৯৮ রান করার পর অজিদের ১০৮ রানে বিধ্বস্ত করে সালমান আলী আগার দল। ফলে সিরিজও নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের।
টসে জিতে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরুতে সাহিবজাদা ফারহানকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে আজও দারুণ জুটি গড়েন সাইম আইয়ুব ও সালমান। মাত্র ২৫ বলে ৫৫ রান যোগ করেন এই দুজন। ১১ বলে ২৩ রান করে আউট হন আগের ম্যাচের নায়ক সাইম। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাবর আজম। তবে পাঁচে নামা উসমান খান এদিন ব্যাটে রান পেয়েছেন।
উসমানকে নিয়ে এদিন চতুর্থ উইকেটে ৪৯ রান যোগ করেন সালমান। ৪০ বলে ৭৬ রান করে থামেন অধিনায়ক। ৮টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। ৩৬ বলে ৫৩ রান করে শেষ ওভারে উইকেট দিয়ে আসেন উসমান। ২০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন শাদাব খান। অজিদের হয়ে বল হাতে একটি করে উইকেট পান জাভিয়ের বার্টলেট, ম্যাথু কুহনেমান, কুপার কনোলি, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।
১৯৯ রানের বড় লক্ষ্যের জবাব দিতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ২৯ রানের মধ্যেই হারায় টপ অর্ডারের তিন ব্যাটার মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জস ইংলিশকে। তিনে নেমে ক্যামেরন গ্রিন প্রতিরোধ গড়লেও দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে নামা ব্যাটার ইংলিশ, রেন’শ ও কুপার কনোলি। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে অজিরা। ২০ বলে ৩৫ রান করেন গ্রিন। ৭৬ রানে ৬ উইকেট হারানো দলটি ৯৮ রান পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি। তবে ৯৮ রানের মাথায় দুইটি এবং ১০৪ ও ১০৮ রানে বাকি ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় সফরকারীরা।
বল হাতে আজও পাকিস্তানের হয়ে আলো ছড়ান লেগ স্পিনার আবরার আহমেদ। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২৬ রান খরচায় শাদাবের শিকার ৩ উইকেট। দুইটি উইকেট নেন উসমান তারিক।



