সাকিবকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত
দেশের হয়ে বিদায়ী সিরিজ খেলে অবসর নিতে চান তিন ফরম্যাট থেকে- বিডিক্রিকটাইমের সাক্ষাৎকারে বলা সাকিব আল হাসানের এই কথার পর নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড। তাকে আবারো যুক্ত করা হচ্ছে জাতীয় দলের সাথে, সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই হয়ত ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এখনই সাকিবকে অবসর নিতে দিতে চান না।
আশরাফুলের চাওয়া, টেস্ট ও টি-টোয়েন্টি না খেললেও সাকিব যেন ওয়ানডে থেকে অবসর না নেন। অবশ্য অতীতে বাকি দুই ফরম্যাট থেকে অবসরের কথা জানালেও এই ফরম্যাট নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলিয়ে রেখেছেন সাকিব। আশরাফুলের চাওয়া, সাকিব যেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে অবসর নেন।
বিডিক্রিকটাইমকে আশরাফুল বলেন, '১১ বছর ওয়ানডে র্যাংকিংয়ে সাকিব এক নম্বর ছিল। এক-দেড় বছর ধরে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছে। আমার চোখে তার ফিটনেসে সমস্যা নেই। পারফরম্যান্সেও সমস্যা নেই। প্রতিটি লিগে ব্যাটে বা বলে কন্ট্রিবিউট করছে।'
সাকিব জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে তিনি যেন দলকে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করানোর চ্যালেঞ্জ গ্রহণ করেন, চাওয়া সাবেক এ অধিনায়কের, 'নির্বাচনের পর তার যে সমস্যা সেসব যদি সমাধান হয়ে যায়… তার একটা ইন্টার্ভিউ দেখেছি পুরো একটা সিরিজ খেলে খেলা শেষ করে দিতে চান। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু এক বছর পরেই ওয়ানডে বিশ্বকাপ। সেখানে সরাসরি খেলতে হলে ৭ নম্বরে থাকতে হবে। আমি মনে করি সে সহজেই ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে আরামসে, যদি একটা ফরম্যাট খেলতে চায়।'
মুশফিকুর রহিম এখনও খেলছেন টেস্ট ফরম্যাটে। সাকিবও এভাবে এক ফরম্যাট খেলা চালিয়ে যেতে পারেন, জানিয়ে আশরাফুল বলেন, 'এক ফরম্যাট নিয়ে কেউ খেলতে চাইলে অনায়াসে ৪০-৪২ বছর পর্যন্ত খেলতে পারবে। সাকিবের যে ফিটনেস, সব সমাধান করে যদি আসতে পারে আমাদের দেশের জন্য লাভ হবে।'
২০২৭ বিশ্বকাপ সম্ভবত প্রজন্মের আরও ক'জন কিংবদন্তির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাদের সাথে সাকিবের বিদায় নেওয়ার এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আশরাফুল জানালেন, 'অবশ্যই, আমি মনে করি বিশ্বকাপ পর্যন্ত খেলা এবং সেখান থেকে বিদায় নেওয়া। এমন সুযোগ মাশরাফি-মাহমুদউল্লাহরও এসেছিল। তারা ঐ জিনিসটা নেয়নি। সাকিব যদি সব কিছু সমাধান হয়ে যায়, বোর্ড যেহেতু বলছে তারা এরেঞ্জ করবে। সাকিবের ২০২৭ পর্যন্ত খেলা এবং ভালো ফলাফল এনে মাঠ থেকে বিদায় নেওয়ার ভালো সুযোগ আছে।'



