Logo
Logo
×

খেলা

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

মাঠের বাইরে এখন আলোচিত ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। যাকে কেন্দ্র করেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে মাঠের বাইরে বিতর্কের মধ্যে থাকলেও র‍্যাংকিংয়ে সুখবর পেলেন কাটার মাস্টার।

বল হাতে গেল বছরটা দারুণ কাটিয়েছেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে এসেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন তিনি।

আগেই সেরা দশে থাকা মোস্তাফিজুর রহমান একধাপ এগিয়ে এবার সপ্তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশি এই পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।

এদিকে পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ ৬৯১ পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে। তবে অপরিবর্তিত আছে র‍্যাংকিংয়ের সেরা চারের অবস্থান। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন যথারীতি বরুণ চক্রবর্তী। ৭৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছেন রশিদ খান। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনে ও কিউই পেসার জ্যাকব ডাফি আছেন চতুর্থ স্থানে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন