নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জয় তুলে নেওয়ার পর সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
সুপার সিক্সে বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে ক্যারি করা ৪ পয়েন্টও রয়েছে তাদের ঝুলিতে। গ্রুপ ‘এ’-তে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে শীর্ষে থেকেই সুপার সিক্সে আসে বাংলাদেশ। ফলে শুরু থেকেই বিশ্বকাপের পথে এগিয়ে ছিল তারা।
থাইল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বর্তমানে থাইল্যান্ডের পয়েন্ট শূন্য। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৪। অন্যদিকে বাংলাদেশের নেট রান রেট ধনাত্মক ১.১৫০, যা সুপার সিক্সে সবচেয়ে ভালো। যুক্তরাষ্ট্রের নেট রান রেট সবচেয়ে খারাপ, ঋণাত্মক ০.৯২৫। ফলে সব ম্যাচ হারলেও বাংলাদেশ সেরা চারে থাকার সম্ভাবনা হারাবে না।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপ ‘বি’ থেকে সুপার সিক্সে এসেছে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। ছয় দলের মধ্যে সেরা চার দল আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে।
সব মিলিয়ে, দুর্দান্ত পারফরম্যান্সে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।



